আবারও বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়ের উদ্যোগে চাল বিতরণ।

Share this page
Ads

রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে সরকার প্রকল্পকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার সুতি -১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়ের উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায়দের জি.আর এর চাল বিতরণ কর্মসূচী সম্পন্ন হলো।

আজ বৃহস্পতিবার অর্থাৎ ১২ই মে এবং আজকেই সুতি -১ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সদস্যের এলাকায় বিশেষ করে হারুয়া এবং ডাঙ্গাপাড়া গ্রামে মোটের উপর ১২০ জন করে ২৪০ জনকে স্পেশাল জি আরের চাল বিতরণ করা হয়। আরও জানা যায় যে প্রত্যেকেই ১২ কেজি করে এই চাল বিতরণ করা হয়।

আজকের এই কর্মসূচিতে সকল মানুষজন খুবই খুশি হন এবং বিডিও এইচ এম রিয়াজুল হককে আশির্বাদ ও করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়, সুতি-1 ব্লক বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিক পিনাকী চ্যাটার্জী, মোহাম্মদ জাহাঙ্গীর সেখ, উচ্চ বিভাগীয় সহকারী, তরুণ চন্দ, নির্মাণ সহায়ক হারুয়া জিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *