ভগবানগোলায় হাত বদলের আগে ৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল সহ গ্রেপ্তার এক যুবক।ধৃত যুবকের নাম বিদ্যুৎ মন্ডল।ধৃত কে গ্রেপ্তার করে ভগবানগোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ভগবানগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতি বিকেলে নসরা এলাকায় অভিযান চালায়।সেই অভিযানে হাত বদলের আগে ৫০০ বোতল সহ বহরমপুর এলাকার বাসিন্দা বিদ্যুৎ মন্ডল নামের এক যুবক গ্রেপ্তার করে।
তবে ধৃত কার কাছে এত পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল হাত বদলের জন্য এসে ছিলো খতিয়ে দেখতে ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে শুক্রবার আদালতে তোলা হবে।