হাঁসখালী গণধর্ষণের কান্ডকে দোষীদের শাস্তির দাবিতে ওয়েলফেয়ার পাটির মহিলা শাখার মিছিল কলকাতার রাজপথে উত্তপ্ত রোদ্র কে উপেক্ষা করেই

Share this page

আজ কোলকাতার রাজেপথে উত্তপ্ত রৌদ্র কে উপেক্ষা করে হাঁসখালি গণধর্ষণ কান্ডে দোষীদের শাস্তির দাবিতে ওয়েলফেয়ার পার্টির মহিলা শাখার মিছিল।

এদিন মিছিলে পা মেলান পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান,রাজ্য সহ-সভাপতি আব্দুন নঈম, রাজ্য মহিলা ইনচার্জ রোহিনা খাতুন,রাজ্য সম্পাদকদ্বয় জালাল উদ্দীন আহমেদ,শাহাজাদী পারভীন ও আবু তাহের আনসারী,রাজ্য কোষাধ্যক্ষ মামুন আকতার হোসেন, ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, রাজ্য সম্পাদক নঈম সেখ,FITU কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃমানোয়ারা বেগম,রাজ্য সভাপতি সেখ মোজাফফর,রাজ্য সম্পাদক মাহিনুর জামান সহ অন্যান্য নেতৃত্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *