আজ কোলকাতার রাজেপথে উত্তপ্ত রৌদ্র কে উপেক্ষা করে হাঁসখালি গণধর্ষণ কান্ডে দোষীদের শাস্তির দাবিতে ওয়েলফেয়ার পার্টির মহিলা শাখার মিছিল।
এদিন মিছিলে পা মেলান পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান,রাজ্য সহ-সভাপতি আব্দুন নঈম, রাজ্য মহিলা ইনচার্জ রোহিনা খাতুন,রাজ্য সম্পাদকদ্বয় জালাল উদ্দীন আহমেদ,শাহাজাদী পারভীন ও আবু তাহের আনসারী,রাজ্য কোষাধ্যক্ষ মামুন আকতার হোসেন, ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, রাজ্য সম্পাদক নঈম সেখ,FITU কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃমানোয়ারা বেগম,রাজ্য সভাপতি সেখ মোজাফফর,রাজ্য সম্পাদক মাহিনুর জামান সহ অন্যান্য নেতৃত্ব ।