নদীতে তলিয়ে যায় বছর দশকের দুই বাচ্চা সাগর সেখ ও সুইট সেখ ঘটনাটি লালগোলা ব্লকের কদমতলা গ্রামে

Share this page
Ads

আজ লালগোলা ব্লকের কুচিডাঙা কদমতলা গ্রামে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায় বছর দশেকের দুই বাচ্চা সাগর সেখ ও সুইট সেখ।

 

সুইট সেখের বাড়ি লালগোলা থানার বলরামপুর গ্রামে সে তার নানির বাড়ি বেড়াতে এসেছিলো আজ সকাল 9 টার দিকে কদমতলার সাগর সেখের সাথে মাঠে ঘাস করতে যায়, তারপর 10 টার দিকে বাড়িতে গ্রামে এসে খবর দেয় স্নান করতে গিয়ে নদির জলে তলিয়ে যায়।

 

খবর শুনে ঐ এলাকার শিক্ষক তথা জেলা পরিষদের মেম্বার মোঃ হজরত আলী লালগোলা থানার যোগাযোগ করেন এবং সাথে সাথেই ডুবুরি কে খবর দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *