ফরাক্কাই মহিলাদের স্বনির্ভর বিউটি ট্রেনিং প্রশিক্ষণ শিবির

Share this page

ফরাক্কা:- ফরাক্কা NTPC CSR ও আম্বুজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে একটি বিউটি ট্রেনিং প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করা হয় ফরাক্কা NTPC PTS উদিতা লেডিস ক্লাবে।

৪২জন মহিলাদের নিয়ে ৪৫দিনের প্রশিক্ষণ দেওয়া হবে CSR ও অম্বুজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।এই প্রশিক্ষণ শিবিরের প্রধান অতিথি হিসেবে ছিলেন মালদার বৈষ্টমনগরের বিধায়িকা চন্দনা সরকার, NTPC CGM সঞ্জীব কুমার,বিধায়িকা চন্দনা সরকার বলেন মহিলারা সমাজে পিছিয়ে নেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা

 

বন্দ্যোপাধ্যায় ও এক জন মহিলা তিনি যেমন সবাই কে নিয়ে এক সঙ্গে কাজ করে চলেছে তাহলে আমারা মহিলা হয়ে কেন আমরা পারবো না, সমস্ত মহিলাদের সুষ্ট ভাবে সবাইকে প্রশিক্ষণ নেওয়ার কথা জানান বিধায়িকা।উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভানেত্রী মায়া সিং,NTPC CGM সঞ্জীব কুমার,বিধায়িকা চন্দনা সরকার,CSR জাহিরউদ্দিন,সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *