ফের ডাকাতির ছক বানছাল করলো নদীয়ার শান্তি পুর থানার পুলিশ

Share this page
Ads

নদীয়া :- ফের একবার বড় সাফল্য পেল নদীয়ার শান্তি পুর থানার পুলিশ।

 

গোপন সুত্রে খবর পেয়ে এদিন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একদল দুষ্কৃতী কে গ্রেফতার করল পুলিশ ।
ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে শান্তিপুর থানার ফুলিয়া নবলা এলাকায় ।

 

উল্লেখ্য রামপুর হাট কান্ডের পর মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দেয় রাজ্য জুরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারে, তার পর থেকেই রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে তা উদ্ধার করতে শুরু করে,। এদিনও গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ , এরপর ওই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া যুবকদের গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল সহ কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃত চার দুষ্কৃতীকে আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম প্রবীর বিশ্বাস , সুব্রত সরদার , রামগোপাল শর্মা ও প্রীতম বিশ্বাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *