করণদিঘী: আজ ১০ই এপ্রিল জাতীয় জরীপ দিবস। করণদিঘী ব্লক আমিন এসোসিয়েশন উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা সার্ভেয়ার (আমিন) এসোসিয়েশন এর সভা অনুষ্ঠিত হলো করণদিঘীর বালিকা বিদ্যালয়ের পাশ্ববর্তী মাঠে।
উত্তর দিনাজপুর জেলায় প্রায় ১৫৫ জন জরিপ বা আমিন রয়েছে। তার মধ্যে ১৪০ জনেরও বেশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আমিন এসোসিয়েশন এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরবিন্দ সরকার , সম্পাদক অরুন শীল, এছাড়াও করণদিঘী ব্লক আমিন এসোসিয়েশন সভাপতি শরত সিংহ, সম্পাদক রাখাল কুমার সিংহ, সহ-সভাপতি দীপক সিংহ , কোষাধ্যক্ষ অনিল কুমার যাদব ও বীরবল সিংহ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের সদস্য মোহনলাল সিংহ।এছাড়া জেলার অন্যান্য আমিন এসোসিয়েশন এর সদস্যরা।