মুর্শিদাবাদের কান্দি শহরের অন্নপূর্ণা পূজা ৯০ বছরে পদার্পন করল এবছর

Share this page

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অন্নপূর্ণা পূজা এবছর ৯০ বছরে পদার্পণ করল। বিগত ৯০ বছর আগে বাল কৃষ্ণ বকর নামের এক ব্যক্তির হাত ধরে কান্দির হাটচালা এলাকায় অন্নপূর্ণা পূজো প্রতিষ্ঠা হয়।

 

পরবর্তীকালে কান্দির কানামৌরাক্ষী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল তৎকালীন সময়ে চালাঘরে অন্নপূর্ণা পূজা করা হতো বর্তমানে সাধারণ মানুষের সহযোগিতায় সুন্দর একটি মন্দিরের অন্নপূর্ণা পূজা হচ্ছে। অন্নপূর্ণা পূজার পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ন সেবার আয়োজন করা হয়।

 

কান্দি তথা বিশ্বের শান্তি কামনায় আপামোর কান্দি বাসীর সহযোগিতায় এই অন্নপূর্ণা পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে। বর্তমানে এই অন্নপূর্ণা পুজোর দায়িত্বভার উঠে এসেছে কান্দি অন্নপূর্ণা পুজো কমিটির হাতে।

অন্নপূর্ণা পূজোর পাশাপাশি সারাবছর অন্নপূর্ণা পুজো কমিটির সদস্যরা কান্দি বাসীর সেবায় নিয়োজিত থেকে একাধিক জনসেবামূলক কাজ করার মাধ্যমে। সব মিলিয়ে মহাসমারোহে পালিত হলো এবছরের অন্নপূর্ণা পুজো কান্দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *