মুরশিদাবাদ জেলার সুতি-1 ব্লক প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার অর্থাৎ 26 শে মে রেশন খাদ্য সামগ্রী বিতরণ বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। জানা যায় যে, আগামী জুন মাস থেকে রেশন কার্ডের বিভাগ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরনে কিছু পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের নির্দেশে।
আর আজ এই প্রসঙ্গেই সুতি -1 ব্লকে প্রশাসনিক বিশেষ আলোচনা সভা সম্পন্ন হলো। আজকের এই আলোচনা সভা থেকে জানা যায় যে,AAY কার্ডে 21 কেজি চাল এবং 13 কেজি 300 গ্রাম আটা কিংবা 14 কেজি গম, PHH এবং SPHH কার্ডে 3 কেজি চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা কিংবা 2 কেজি গম ,RKSY -1 কার্ডে 2 কেজি চাল এবং 2কেজি 850 গ্রাম আটা কিংবা 3 কেজি গম এবং RKSY -2 কার্ডে 1 কেজি চাল এবং 1 কেজি গম পাওয়া যাবে।
এছাড়াও আরো জানা যায় যে, অতিরিক্ত বরাদ্দ খাদ্য সামগ্রীর মধ্যে 3 কেজি 750 গ্রাম চাল এবং 1 কেজি 250 গ্রাম গম পাওয়া যাবে।