আজ শনিবার অর্থাৎ 21শে মে আর এই দিনেই সারা রাজ্যের পাশাপাশি সুতি -1 ব্লকের তিনটি জিপিতে দুয়ারে সরকার প্রকল্প সম্পন্ন হল। আর এই কর্মসূচিটি ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখতে নিজেই তিনটি জিপি পৌঁছান।
জানা যায় যে, ওই তিন জিপি হলো বহুতালি, হারুয়া এবং বংশবাটি। এই কর্মসূচিতে দুটি কক্ষ সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে। একটি মাতৃ দুগ্ধ এবং অন্যটি হলো ফ্রী জেরক্স সেন্টার।
আজকে বংশবাটি জিপির আলুয়ানিতে এবং হারুয়া জিপির লালুপুরে এলাকার মানুষজনের সুবিদার্থে বিশেষ ভ্রাম্যমান ক্যাম্প অনুষ্ঠিত হলো। আর এই ভ্রাম্যমান ক্যাম্পে এলাকাবাসি বিডিও এইচ এম রিয়াজুল হক কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলে বিডিও সকলকে একটা একটা বিষয় ধরে বুঝিয়ে দেন।
এলাকাবাসি বিডিও সাহেবের এই উদ্যোগে খুবই খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।