মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর পোস্ট অফিসে স্পিড পোস্ট করাতে গিয়ে সাধারণ মানুষদের ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে।
সাধারণ মানুষরা জানাচ্ছেন তারা যখন ভরতপুর পোস্ট অফিসে স্পীড পোস্ট করতে যাচ্ছে তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে পোস্টমাস্টার এবং কর্মী নেই বলে পোস্ট অফিসে স্পীড পোস্ট করা হবে না এমনটাই জানিয়েছেন ভরতপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার।
যদিও ভরতপুর পোস্ট অফিসের ওই পোস্ট মাস্টার ক্যামেরার সামনে মুখে কুলুপ এঁটেছেন। শনিবারের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার এক বাসিন্দা কি জানিয়েছে চলুন শুনে নেওয়া যাক।