ফের ড্রাগন ফল চাষ এবং প্রধান মন্ত্রী আবাস যোজনার বাড়ি পরিদর্শন করলেন সুতি-১ ব্লক বিডিও এইচ এম রিয়াজুল হক এবং ডি এম ডি সি শুভঙ্কর বিশ্বাস। জানা যায় যে,মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপনের প্রকল্প ড্রাগন ফল চাষ, আর মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে বাস্তবায়ন করতে তৎপর সুতি -১ ব্লক প্রশাসন।
ড্রাগন ফল চাষীদের খুব ভালো আয় হবে বলে দাবি করেন বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়। তিনি আরও জানান যে, ড্রাগন ফল চাষ করলে সম্ভবত ৫০ লক্ষ মতো টাকা প্রতি একর জমিতে আয় হতে পারে বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি- ঘর ও পরিদর্শন করেন।
আবাস যোজনার উপভোক্তাদের সাথেও কথা বলেন তাদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কি না। বিডিও এবং ডি এম ডি সি মহাশয়ের পরিদর্শনে চাষী এবং উপভোক্তারা খুবই খুশি হয়েছেন বলে জানা যায়।