এবারে ড্রাগন ফল চাষ করতে মরিয়া প্রশাসন।

Share this page

মুরশিদাবাদ জেলার সুতি -1 ব্লকের প্রসাশনের উদ্যোগে ও সুতি-1 কৃষি দপ্তরের পরিচালনায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প ড্রাগন ফল চাষ এবং উন্নয়নের পথে 11 বছর কে সামনে রেখে আজ পঞ্চায়েত সমিতির মিটিং হলে ড্রাগন ফল চাষের উপর একটি ট্রেনিং কর্মসূচী অনুষ্ঠিত হলো।

এই কর্মসূচির মূখ্য বিষয় হলো কীভাবে ড্রাগন ফল চাষ করতে হবে এবং কেনো এই ফল চাষ করতে হবে বা এই ফল চাষ করে কি লাভ পাওয়া যাবে মূলত সেই বিষয়েই আজ 13 মে অর্থাৎ শুক্রবার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আধিকারিকদের নিয়ে প্রোগ্রাম সম্পন্ন হল। জানা যায় যে, এই ট্রেনিং পর্ব শুরু হওয়ার আগে বাউল গানের সাথে এই কর্মসূচির সূচনা হয়।

মূলত ড্রাগন ফল চাষের উপর বাউল গান শোনা যায় বলে খবর। এছাড়া আরও জানা যায় যে, সরকারীভাবে এই ফলের মূল্য 300 টাকা প্রতি কেজিতে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়, এ.ডি.ও এমডি মুকলেসুর রহমান, সহ অন্যান্য ব্লক আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *