রাজ্যের এক আশা কর্মীর ধর্ষন ও শারীরিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করল জলঙ্গি ব্লক আসা কর্মী মহিলারা

Share this page
Ads

রাজ্যের এক আশা কর্মীর ধর্ষণ ও শারীরিক অত্যাচারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করল জলঙ্গি ব্লক আশা কর্মী মহিলারা।

মঙ্গলবার জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য দে-র কাছে লিখিত ভাবে ডেপুটেশনের দেন।

কর্শিয়ান ব্লকের এক আশা কর্মীর ধর্ষণ ও শারীরিক অত্যাচারের বিরুদ্ধে এবং স্থানীয় আশা কর্মীদের নিরাপত্তার দাবীতে একধিক বিষয় নিয়ে ডেপুটেশনের দেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *