বুধবার বৈকালে উদ্ধার হওয়া কারিব্যাগ ভর্তি তাজা বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম। শুক্রবার দুপুর নাগাদ সামসেরগঞ্জ থানার নতুন শিকদার পুর এলাকায় বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।
এই সময় সামসেরগঞ্জ থানার পুলিশ কর্তার উপস্থিত ছিলেন। উল্লেখ্য বুধবার বিকালে সামশেরগঞ্জের নতুন শিকদার পুর এলাকায় একটি আম বাগানের মধ্যে থাকা ক্যারি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে । কে বা কারা আমবাগানে বোমা-গুলি রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।