ফারাক্কা NTPC ব্যাংক ডাকাতিদের দুই ঘণ্টার মধ্যে ধরলো ফারাক্কা থানার পুলিশ

Share this page

জঙ্গিপুর :- মুর্শিদাবাদ জেলার ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ। উল্লেখ্য বুধবার দুপুরে ফরাক্কায় এনটিপিসি মোড়ে অ্যাক্সিস ব্যাঙ্ক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটার দুই ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করে তিন দুষ্কৃতীকে। বৃহস্পতিবার জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে জানান, ফরাক্কায় বেসরকারি ব্যাঙ্কের ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্ত থেকে।

ধৃতদের নাম  প্রভাকার শিকদার ( ৩২), অরুণ সরকার (৩১), বিশ্বজিৎ রাই (২৬)। এদের সকলের বাড়িই ঝাড়খণ্ডে। ধৃতদের কাছ থেকে ৩ টি ফোন, একটি মোটরবাইক, নগদ ৫৪ লক্ষ ৬৭ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি, এই ঘটনার সাথে আরও বেশ কয়েকজন দুস্কৃতীকে চিহ্নিত করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে।

আমাদের পুলিশ প্রশাসন আরও তদন্ত করছে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পেশ করে ফরাক্কা থানার পুলিশ। ধৃত তিনজনকে জঙ্গিপুর মহকুমা দেওয়ানী ও ফৌজদারী আদালতে তোলা হয়। বিচারক তাদেরকে ১০ দিনের পুলিশি হেফাজতের রাখার নির্দেশ দেন। পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের জন্য আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জঙ্গিপুর জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে ।

প্রসঙ্গত, বুধবার দুপুরে ফরাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন এলাকায় অ্যাক্সিস ব্যাঙ্কে চারজন দুস্কৃতী মটর বাইকে করে আসে। তারপর সোজা ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করে। ব্যাঙ্কের ভিতরে প্রবেশের পরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার সময় ব্যাঙ্কে উপস্থিত অন্যান্যদের চিৎকার শুনে, আশেপাশের কিছু দোকানদাররা ছুটে এসে দেখেন চারজন দুষ্কৃতী মোটর বাইকে করে পালিয়ে যাচ্ছে।

সেই সময় দুষ্কৃতীদের পিছন থেকে ধাওয়া করলে মোটরবাইক থেকে একজন দুষ্কৃতী পড়ে যায়। এরপরেই তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতে থাকে ও মোটর বাইক নিয়ে চম্পট দেয় তারা। ভরদুপুরে এই ঘটনা দেখে চাঞ্চল্য তৈরি হয় আশেপাশের লোকজনের মধ্যে। বুধবার বিকেলেই তিনজনকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের কে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিল ফরাক্কা থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *