নিজের বিয়ের আগে রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন এক যুবক ঘটনাটি মুর্শিদাবাদের সাগড়দিঘী ব্লকের

Share this page
Ads

সাগড়দিঘী : নিজের বিয়ের আগে হঠাৎই রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগড়দিঘীর ব্লকের ত্রৈলক্ষ্যনগর গ্রামে। নিখোঁজ ওই যুবকের নাম গোবর্ধন মন্ডল।

 

জানা যায়,গোবর্ধন মন্ডলের আগামী ২২ শে এপ্রিল ফরাক্কার খয়রাকান্দি এলাকার এক যুবতীর সঙ্গে বিয়ে হওয়ার কথা। কিন্তু গত ৭ ই এপ্রিল বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই যুবক।এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি।পরিবারের তরফে সাগড়দিঘী থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

 

পরিবার মারফত খবর,গোবর্ধন মন্ডল নামে ওই যুবক তার বিয়েতে আত্মীয়দের নিমন্ত্রণ কর‍তে গিয়েছিলেন।এমনকি নিখোঁজ হয়ে যাওয়ার আগের দিন হবু স্ত্রীর সঙ্গে মেলা দেখতেও গিয়েছিলেন।

 

নিখোঁজ গোবর্ধন মন্ডলের বাবা মা এখন তাদের সন্তানকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন।তারা তাদের সন্তানের কেউ খোঁজ পেলে 7384545836 / 
8710078887 নম্বরের যোগাযোগ করার অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *