নদীয়ার বেথুয়াডহরী সন্নিকটে সাহিত্য আসরের আয়োজন

Share this page

রহমতুল্লাহ, নদীয়া,

অরণ্যে ভেসে যায় কবিতার সুর, রবিবার নদীয়ার বেথুয়াডহরী অভয়ারন্যের সন্নিকটে সাহিত্য আসরের আয়োজন হলো। বনামি, সৌপ্তিক, কথাকৃত, কাব্যকন্ঠ, পথ সাহিত্য পত্রিকা গুলোর উদ্যোগে।

বেলা ১১ টার সময় অধ্যাপক দেবনারায়ণ মোদক এর প্রদীপ প্রজ্জালন এবং বনামী সাহিত্য পত্রিকার সম্পাদক দিলীপ মজুমদার এর স্বাগত ভাষণ এর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কবিতা পাঠ, অবৃত্তি, সংগীত ও বনভোজনের মধ্যদিয়ে সাংস্কৃতিক আড্ডায় মেতে উঠে বেথুয়াডহরী অভয়ারন্যের বনবিতান বাংলো। এদিনের সাহিত্য আড্ডায় প্রকাশিত হয় দীন মহম্মদের সম্পাদনায় কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার একাদশ সংখ্যা।

 

অনুষ্ঠানে বিশিষ্টদের মাঝে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, শ্যামাপ্রসাদ ঘোষ, স্বপন কুমার নাথ, সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, মহাদ্দেস সেখ, সেলিম সেখ, আবুজার হোসেন,প্রদীপ ভট্টাচার্য, প্ৰমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সঙ্গীতা দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *