আজ উলুবেড়িয়া-I ব্লকের উদ্যোগে ব্লকের অন্তর্গত সমস্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী কৃতী ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এই গর্বের মুহূর্তে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-I ব্লকের বিডিও শ্রী এইচ এম রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অতীন্দ্র শেখর প্রামাণিক এবং ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী গোপীনাথ ব্যানার্জি , অবর বিদ্যালয় পরিদর্শক সুরজ মন্ডল।
মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের তালিকা:
প্রথম স্থান: প্রতিজ্ঞা দাস (কাশমুল হাই স্কুল)
দ্বিতীয় স্থান (যুগ্মভাবে):
আকাশ খাঁ (কাজিয়াখালী শ্রী অরবিন্দ বিদ্যামন্দির)
সুজয় মণ্ডল (কাজিয়াখালী শ্রী অরবিন্দ বিদ্যামন্দির)
বিজয়ী বাউর (শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জন হাই স্কুল)
তৃতীয় স্থান: বিনয় মণ্ডল (বিশিপুর শিক্ষা নিকেতন হাই স্কুল)
বিশেষ সম্মাননা:
বীরাঙ্গনা পুরস্কার প্রদান করা হয় রূপসার খাতুন (দক্ষিণ রামচন্দ্রপুর হাই স্কুল)-কে, তার সাহস, অধ্যবসায় ও সাফল্যের জন্য।
মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন শেখ আইনুর রহমান (রংমহল কোরানিয়া হাই মাদ্রাসা)।
উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্র-ছাত্রীদের তালিকা:
প্রথম স্থান: আলিয়া বিশ্বাস (রংমহল কোরানিয়া হাই মাদ্রাসা)
দ্বিতীয় স্থান: জিনাত আফিয়া (গৌরীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ)
তৃতীয় স্থান: মোসাম্মৎ জিয়াবুন্নেসা (সংরক শীতল চন্দ্র ইনস্টিটিউশন)
এই সম্মাননা অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার পাশাপাশি আগামী প্রজন্মকে শিক্ষার পথে আরও অগ্রসর হতে উৎসাহিত করবে। ব্লক প্রশাসনের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা যায়।