উলুবেড়িয়া-১ ব্লকে শিশু বান্ধব মিড ডে মিল ডাইনিং হল পরিদর্শনে বিডিও এইচ. এম. রিয়াজুল হক

Share this page

সংবাদ প্রতিবেদন:

আজ উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক হাটগাছা-১ গ্রাম পঞ্চায়েতের লোহানগর এস.এস.কে. বিদ্যালয়ে মিড ডে মিল ডাইনিং হলের পরিকাঠামো ও পরিবেশ উন্নয়নের অগ্রগতি পরিদর্শন করেন। এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লকের সহকারী ইঞ্জিনিয়ার সুকান্ত হাইত, কর্মাধ্যক্ষ সুখেনজিত বিশ্বাস এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিত দাস।

বিদ্যালয়ের ডাইনিং হলটি শিশুদের জন্য এক আনন্দময় পরিবেশে রূপান্তরিত হয়েছে—দেয়ালে চিত্রাঙ্কন করা হয়েছে রঙিন কার্টুন চরিত্র, পশুপাখি ও শিক্ষামূলক চিত্র, যেমন পশ্চিমবঙ্গের মানচিত্র। এমন চিত্রশিল্প শিশুদের মনে আনন্দ সৃষ্টি করে এবং বিদ্যালয়ে যাওয়ার আগ্রহকে বাড়িয়ে তোলে।

বিডিও এইচ .এম. রিয়াজুল হক বলেন, “শিশুরা যাতে স্কুলে আনন্দ ও উৎসাহের সঙ্গে মিড ডে মিল উপভোগ করতে পারে, সেই উদ্দেশ্যেই এই পরিবেশ বান্ধব ও শিক্ষামূলক উদ্যোগ।”

 

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পে অত্যন্ত খুশি। তাঁরা জানান, এমন শিশুবান্ধব পরিবেশ শিশুর মানসিক বিকাশে সহায়ক হবে এবং স্কুলে উপস্থিতির হারও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds