Friends4 ever এর উদ্যোগে রক্ত দান শিবির

Share this page

রবিবার ১৯শে জানুয়ারি “ফ্রেন্ডস ফর এভার” এর উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। উলুবেড়িয়া ‘লার্ন ইন্ডিয়া পাবলিক স্কুলে’ সকাল ১০ টায় এই শিবির শুরু হয়। বিগত কয়েক বছর ধরে “ফ্রেন্ডস ফর এভার” রক্তদান শিবির আয়োজন করার মধ্য দিয়ে এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালে তার সদস্যদের মাধ্যমে মুমূর্ষ ও অসহায় রোগীকে রক্তদান করে তাদের সামাজিক দায়িত্ব পালন করে আসছে। রক্তদান শিবিরের পাশাপাশি আজকে “ফ্রেন্ডস ফর এভার” তিনটি অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার মেশিন এর ব্যবস্থা করে। এই অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করা হবে এটাই “ফ্রেন্ডস ফর এভার” এর অঙ্গীকার। অক্সিজেন সিলিন্ডারগুলি উদ্বোধন করেন উলুবেড়িয়া-১ এর বিডিও সম্মাননীয় এম.এইচ. রিয়াজুল হক। তিনি রক্তদাতাদের উৎসাহ দেন এবং বলেন, ‘রক্ত কোথাও তৈরি করা যায় না। মানব দেহের রক্ত মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে পারে।’

 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যাপক সম্মাননীয় সিরাজউদ্দিন মল্লিক। তিনি থ্যালাসেমিয়ার নির্ণয়েr রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে সাধারনকে সচেতনমূলক বার্তা দেন। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সম্মাননীয় শাহানুর জামান চৌধুরী, সম্মাননীয় ডাক্তারবাবু মুকারিম মল্লিক এবং কুন্তল অধিকারী, রফিকুল ইসলাম, সাহাবুল আহমেদ, আনিসুর রহমান মল্লিক, দীপঙ্কর রানা প্রমুখ প্রথিতযশা শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ ও এলাকাবাসী।

44 জনের সংগৃহীত রক্ত কলকাতা সঞ্জীবন হাসপাতালের রক্ত ভাণ্ডারে দান করা হবে বলে জানান সংঘের সম্পাদক মহাশয় । প্রতিটি রক্তদাতাকে “ফ্রেন্ডস ফর এভার”এর পক্ষ থেকে একটি করে গাছ উপহার দেয়া হয় এবং বৃক্ষরোপনে উৎসাহ দান করা হয়। উপস্থিত গুনিজন প্রত্যেকেই তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটিতে উজ্জ্বল, প্রাণবন্ত ও শিক্ষণীয় করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *