আবাস যোজনার সমীক্ষা চলাকালীন স্বেচ্ছায় তালিকায় থাকা নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানালেন উলুবেড়িয়া ১ নং ব্লকে কালীনগর সিকিরপাড়ার বাসিন্দা সাদ্দাম চোকদার । রবিবার ব্লক প্রশাসনের আধিকারিকরা তাঁর বাড়িতে গেলে তিনি তাঁদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
এদিন সাদ্দাম জানান, বছর ছয়েক আগে আমার মাটির বাড়ি ছিল।আমি তখন আবাস যোজনাই নতুন বাড়ির আবেদন করেছিলাম।তার পর দীর্ঘ দিন কেটে গেলেও বাড়ি না পাওয়ায় আমি নিজে বাড়ি তৈরি করে নিয়েছি। তারপরই বাড়ি তৈরি তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলাছিলাম।আজ আধিকারিকরা বাড়িতে জিও ট্যাগিং করতে এলে আমি তাদের স্বেচ্ছায় তালিকা থেকে আমার নাম বাতিলের আবেদন জানাই।
আমি চাই আসল গরিব মানুষ বাড়ি পাক।সাদ্দাম এর এই উদ্যোগ সমাজে অন্য বার্তা দেবে বলে জানান উলুবেড়িয়া ১ -এর বিডিও H M Riajul Hoque।