Category: কলকাতা

জুনিয়র ডাক্তাররা আবার আন্দোলনে নামছেন, তাঁদের স্লোগান ‘বিচারহীন ১০০ দিন’।

৯ অগস্ট থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের আন্দোলনটি একটি বৃহৎ সামাজিক ও রাজনৈতিক চিত্রকে ফুটিয়ে তুলেছে। এই আন্দোলনে পশ্চিমবঙ্গের জনগণ বিভিন্ন কর্মকাণ্ডের সাক্ষী হয়েছেন, যার মধ্যে রয়েছে কর্মবিরতি, আমরণ অনশন….

আরজি কর হাসপাতালে একটি নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ঘটে। এই ঘটনার ফলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, যা সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাটির প্রভাব এখনও পুরোপুরি কাটেনি, এমন অবস্থায় আবারও খবরের শিরোনাম হয়েছে আরজি….

সকালের রেল দুর্ঘটনার প্রধান কারণ কি নলপুরেই? সিগন্যাল রুমে কি কোনো সমস্যা ছিল? তদন্ত চলছে।

রেলের স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বদলানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বদলানোর প্রক্রিয়াটি কীভাবে সম্ভব, সেটি নিয়ে আগ্রহী মহল গবেষণা করছে। নলপুর স্টেশনের রিলে রুমে দুর্ঘটনার আগে ‘লজিকের’ পরিবর্তন সম্পর্কে আলোচনা….

পর পর তিনবার পিছিয়ে গেল আরজি কর মামলার সুপ্রিম কোর্টের শুনানি। প্রধান বিচারপতি কী মন্তব্য করেছেন?

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবারের পর বুধবার। সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এই ঘটনাটি দু’দিনের মধ্যে মোট তিনবার সম্পন্ন হয়েছে এই মামলার শুনানি। প্রধান বিচারপতি….

আর্জি কর কাণ্ডে বড় চক্রান্তকারীর নাম প্রকাশের সংকেত মিলেছে। সুপ্রিম কোর্টে শুনানি আবার পিছিয়েছে।

আরজি কর (RG Kar) মামলার শুনানি ফের পিছিয়ে গেল। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে যায়। নতুন তারিখ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টোর সময় সুপ্রিম কোর্টে আরজি….

সিবিআইয়ের কাছে সঞ্জয়ের বিরুদ্ধে বড় ধরনের প্রমাণ আরজি কর কাণ্ডের তদন্তের

আরজি ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার তদন্তে সিবিআই বিভিন্ন দিক থেকে কাজ করছে। চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং হত্যার সময় ঘটে যাওয়া ঘটনা সংগ্রহ করার জন্য….

হাসপাতালের নিরাপত্তা কেমন আছে? এটি জানার জন্য কলকাতা মেডিক্যাল কলেজে এসেছেন পুলিশ কর্মকর্তা।

কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল-এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদে জানার জন্য বুধবার রাজ্যের প্রাক্তন পুলিশ ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্থ হাসপাতলে পরিদর্শনে আসেন। তিনি রাজ্য সরকারের নির্দেশে সরকারি মেডিক্যাল কলেজ….

সিবিআই তদন্তে দেরি হচ্ছে। সন্দীপ এবং তার সঙ্গীরা ছাড়া পেয়ে যেতে পারেন। জুনিয়র ডাক্তারদের অভিযান নিয়ে উদ্বেগ রয়েছে।

আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা তরুণীর জন্য বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের একটি অংশ বুধবার সিজিও কমপ্লেক্স অভিযানে অংশ নেয়। এই প্রতিবাদী অভিযানে সাধারণ মানুষও তাদের সঙ্গে হেঁটে সামিল হন। জুনিয়র….

পাঁশকুড়ায় রেললাইনের ধারে বাড়ি ফেরার সময় দিঘাগামী ট্রেনের আঘাতে তিনজনের মৃত্যু

রেলের লাইনের পাশ ধরে হেঁটে বাড়ি ফেরার সময় দিঘা গামী লোকাল ট্রেনের ধাক্কায় তিন জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে হলদিয়া-পাঁশকুড়া….

এবারের মতো অশনি থেকে রক্ষা তিন রাজ্যের উপকূল। দাবি আবহাওয়া দপ্তরের।

সমুদ্রেই বিলীন হয়ে যাচ্ছে অশনি৷ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলেও স্থলভাগে আছড়ে পড়ছে না সে৷ ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা বা অন্ধ্র- ঘূর্ণিঝড়ের রোষ থেকে এবারের মতো রক্ষা পাচ্ছে তিন রাজ্যের উপকূলই৷ তবে….