মুরশিদাবাদ জেলার সুতি -১ ব্লকে ৬৬১নং পেয়ে সমগ্র ব্লকের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে নুরপুরের রমাকান্তপুর গ্রামের হায়দার আলী। জানা যায় যে হায়দারের বাবা মজিবুর রহমান বছর তিনেক আগে মারা যায়।
ফলে মা আমেনা বিবি যে পেনশন পান সেই টাকায় ছেলে হায়দারকে পড়াশোনা করান। বাবা মজিবুর রহমান মারা যাওয়ার আগে স্বপ্ন দেখেছিলেন হায়দার আলী বড়ো হয়ে ডাক্তার হবে। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছে হায়দার।
ভালো ফলাফল করায় পরিবার খুব খুশি হয়। তবে তাদের চিন্তা হচ্ছে আগামীতে কি ভাবে হায়দার পড়াশোনা করবে। কারণ মা আমেনার পেনশনের টাকায় তো আর হায়দারের পড়ার খরচ পূর্ণ হবে না। তার পরিবার সরকার এবং প্রশাসনের কাছে অর্থের সহযোগিতা কামনা করছে।
কি বললেন মা আমেনা বিবি শোনাবো।