অশনি আছড়ে পড়ার আশঙ্কা, পর্যটকদের উপর নিষেধাজ্ঞা।

Share this page

অশনি শেষ পর্যন্ত আছড়ে পড়বে কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷ ইতিমধ্যেই দিঘা, মন্দারমণি এবং বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

তা সত্ত্বেও অতি উৎসাহী কোনও কোনও পর্যটক মন্দারমণির সমুদ্র সৈকতে নেমে পড়ার চেষ্টা করছেন৷ পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র বা সৈকতে নামলেই কড়া পদক্ষেপ করবে পুলিশ৷ মন্দারমণির সি বিচে মাইকিং করে পর্যটকদের এই সতর্ক বার্তা দিচ্ছে মন্দারমণি কোস্টাল থানা! এ দিন সকাল থেকেই পর্যটকদের সতর্ক করে মাইকে চলছে প্রচার৷

তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামলেই আইনি পদক্ষেপ করবে পুলিশ! মন্দারমনির সি বিচে মাইকিং করে পর্যটকদের এই সতর্ক বার্তা দিচ্ছে মান্দারমনি কোষ্টাল থানা! পুলিশের পক্ষ থেকে মান্দারমনির ফাঁকা সি বিচে চলছে লাগাতার মাইকিং! মাইকে পুলিশের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। পর্যটকদের সতর্ক করেই মাইক প্রচার চলছে।

তবে অন্যান্য সময়ের তুলনায় মন্দারমণি অনেকটাই ফাঁকা৷ শুনশান সমুদ্র সৈকত৷ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় গত কয়েকদিনে পর্যটকের সংখ্যাও কমেছে মন্দারমণির হোটেলগুলিতে৷ তা সত্ত্বেও কোনও ফাঁক রাখতে নারাজ পুলিশ- প্রশাসন৷

একই ভাবে কড়া নজরদারি চলছে দিঘা এবং বকখালিতেও৷ দিঘা এবং বকখালির সমুদ্র সৈকতেও পর্যটকদের উপরে একই ভাবে নজরদারি চালানো হচ্ছে৷ বকখালিতে আগামী ১৩ মে পর্যন্ত পর্যটকদের সমুদ্র সৈকতে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *