বিডিও তথা AERO-র নেতৃত্বে হোম হিয়ারিং: উলুবেড়িয়া দক্ষিণে প্রবীণ, অসুস্থ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি

Share this page

বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ প্রশাসনের

ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision–SIR) প্রক্রিয়ার আওতায় ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক, অসুস্থ ও বিশেষভাবে সক্ষম (PWD) ভোটারদের জন্য হোম হিয়ারিং কার্যক্রম পরিচালিত হল উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায়।

নির্দেশিকা অনুযায়ী, এই শ্রেণির ভোটারদের ব্লক উন্নয়ন অফিস, মহকুমা শাসকের দপ্তর বা জেলা শাসকের দপ্তরে এসে শুনানিতে অংশ নেওয়ার প্রয়োজন নেই। তাঁদের শারীরিক অসুবিধা ও বার্ধক্যজনিত সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক (AERO) নিজে ভোটারের বাড়িতে গিয়ে শুনানি গ্রহণ করেন—এই মানবিক ব্যবস্থার বাস্তব প্রয়োগ ঘটল আজ।

আজ ১৭৮ নম্বর বিধানসভা কেন্দ্রের অধীনে বিডিও তথা AERO, উলুবেড়িয়া দক্ষিণ, H. M. Riajul Hoque নিজে একাধিক ভোটারের বাড়িতে গিয়ে সরাসরি শুনানি গ্রহণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাইক্রো অবজারভার ময়ঙ্ক মোহন, সুপারভাইজার দীপক সানি ও অপু সরকার। সংশ্লিষ্ট এলাকার বিএলও সোমনাথ প্রামাণিক, মধুমিতা অধিকারী, বিপ্লব মণ্ডল ও দীপঙ্কর এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই হোম হিয়ারিং ব্যবস্থার ফলে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের অযথা যাতায়াতের ভোগান্তি যেমন কমেছে, তেমনই কোনও প্রকৃত ভোটারের নাম ভুলবশত বাদ পড়ার আশঙ্কাও অনেকাংশে হ্রাস পেয়েছে। সরেজমিনে যাচাই ও সরাসরি শুনানির মাধ্যমে ভোটার তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের এই উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার এবং বার্ধক্য বা শারীরিক অক্ষমতা কোনওভাবেই সেই অধিকার প্রয়োগের পথে বাধা হতে পারে না। এই হোম হিয়ারিং ব্যবস্থা সেই গণতান্ত্রিক চেতনাকেই আরও সুদৃঢ় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *