ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আজ ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)–২০২৫ কর্মসূচির আওতায় ১৭৮ নং বিধানসভা কেন্দ্র, উলুবেড়িয়া দক্ষিণ–এর অন্তর্গত সকল বুথে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

খসড়া তালিকা প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট বুথগুলিতে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বহু ভোটার স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বুথে উপস্থিত হয়ে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা যাচাই করেন। ভোটারদের এই সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সচেতনতা ও আগ্রহেরই প্রতিফলন।

খসড়া তালিকা যাচাই কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে ১৩০ ও ১৩১ নং বুথে উপস্থিত হন বিডিও এইচ. এম. রিয়াজুল হক।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ইঞ্জিনিয়ার জয়ন্ত বোস।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট বুথগুলিতে দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার (BLO)
সেখ আতিউর রহমান, সইফুল হোসেন
খসড়া তালিকা প্রকাশ ও ভোটার যাচাই সংক্রান্ত কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করেন। তাঁরা ভোটারদের নাম, বয়স, ঠিকানা ও অন্যান্য বিবরণ সঠিকভাবে যাচাই করতে সহায়তা করেন এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন ও বাদ দেওয়ার বিষয়ে ভোটারদের যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বিডিও মহাশয় ভোটারদের উদ্দেশ্যে জানান যে, খসড়া তালিকায় কোনো ভুল থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি ও আপত্তি দাখিলের সুযোগ রয়েছে। তিনি সকল ভোটারকে সচেতনভাবে তালিকা পরীক্ষা করার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সার্বিকভাবে, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথগুলিতে SIR–২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ কার্যক্রম শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
