উলুবেড়িয়া, ১০ সেপ্টেম্বর — আজ উলুবেড়িয়া-I ব্লকের অন্তর্গত বাহিরা হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী-প্রভারপ্রাপ্ত শ্রী পুলক রায়। স্থানীয় জনগণের বিপুল অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-I ব্লকের বিডিও হ এম রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অতীন্দ্র শেখর প্রামাণিক, কৃষি কর্মাধ্যক্ষ শ্রী মুরাদ আলি এবং বাহিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি কবিতা হের। শিবিরে তিনটি বুথ এলাকার মানুষ তাঁদের প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব উত্থাপন করেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথের জন্য সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় বরাদ্দ করা যাবে।
আজকের শিবিরে স্থানীয় মানুষের প্রধান দাবিগুলির মধ্যে ছিল— গ্রামীণ সড়ক নির্মাণ ও মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আইসিডিএস ও স্কুল ভবনের সংস্কার এবং ঈদগাহ প্রাঙ্গণের সীমানা প্রাচীর নির্মাণ। উপস্থিত জনগণ জানান, এই প্রকল্প তাঁদের প্রত্যক্ষভাবে দাবিগুলি জানানোর সুযোগ দিয়েছে এবং তৃণমূল স্তরে পরিকল্পনার এক নতুন দিশা দেখাচ্ছে।
এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী শ্রী পুলক রায় বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে। তিনি আশ্বাস দেন, স্থানীয় মানুষের প্রস্তাবিত প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
আশাবাদী পরিবেশে সমাপ্ত হয় শিবির, এবং স্থানীয়রা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন।