উলুবেড়িয়া, ২৬ জুন, ২০২৫:
রাজ্য সরকারের কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা সংস্থা (ATMA) প্রকল্পের অধীনে উলুবেড়িয়া-১ ব্লকে আজ গলদা চিংড়ি চাষের একটি প্রদর্শনী কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ১৩ জন উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয় মোট ২৬,০০০টি গলদা চিংড়ির চারা এবং ২৬০ কেজি প্যাকেটজাত খাদ্য। প্রত্যেকটি ইউনিটে বরাদ্দ করা হয় ২০০০টি করে চারা ও ২৫ কেজি করে খাদ্য।
এই প্রদর্শনী কেন্দ্রে উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক এইচ. এম. রিয়াজুল হক, সেখ মফিজুল কর্মাধ্যক্ষ, মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ , সেখ মুরাদ কৃষি কর্মাধ্যক্ষ এবং সন্দীপ বসাক ,মৎস্য সম্প্রসারণ আধিকারিক।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ব্লকের কৃষকদের মধ্যে বিকল্প আয় ও টেকসই জীবিকা নির্বাহের নতুন পথ উন্মোচন করা। বর্তমানে গলদা চিংড়ির চাহিদা বাজারে অত্যন্ত বেশি। এই পদ্ধতিতে স্বল্প বিনিয়োগে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা থাকায় ব্লকের অনেক কৃষকই ধীরে ধীরে এর দিকে ঝুঁকছেন।
বিডিও এইচ. এম. রিয়াজুল হক বলেন,
“আমাদের লক্ষ্য শুধু কৃষি ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং মৎস্য ও প্রাণীসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে গ্রামীণ অর্থনীতি মজবুত করা। গলদা চিংড়ি চাষের এই উদ্যোগ ব্লকের উপকারভোগীদের বিকল্প আয় নিশ্চিত করবে ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে।”
এই প্রকল্পের আওতায় আগামীতে আরও উপকারভোগীকে অন্তর্ভুক্ত করে গলদা চিংড়ি চাষকে এক নতুন শিল্পে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।