নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া, ২২ এপ্রিল:
আজ উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের ব্যবস্থাপনায় কৈজুরী হাই স্কুল প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ চক্রের অন্তর্গত প্রায় ১৫৪টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার বাসনপত্র, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এবং অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও জনাব এইচ. এম. রিয়াজুল হক, যিনি নিজে হাতে বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে এই সামগ্রী তুলে দেন। তিনি বলেন, “বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের রান্না আরও সুষ্ঠুভাবে ও স্বাস্থ্যকর পরিবেশে সম্পন্ন হোক, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে মিড ডে মিল বিভাগের আধিকারিক মহ. ফিরোজ জানান, “বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার দিকটি মাথায় রেখেই অগ্নি নির্বাপক যন্ত্র পুনঃনবীকরণ ও নতুনভাবে সরবরাহ করা হয়েছে। যাতে যন্ত্রগুলি সবসময় কার্যকর অবস্থায় থাকে, সে বিষয়টি নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।”
বিদ্যালয় শিক্ষা দপ্তর ও মিড ডে মিল বিভাগের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিকে আরও সুসজ্জিত ও সুরক্ষিত করে তুলতে এ ধরনের পদক্ষেপ আগামী দিনে আরও জোরদার হবে, এমনটাই আশাবাদী সকলে।