মিড ডে মিল পরিদর্শনে বিডিও H M Riajul Hoque

Share this page

শিক্ষাবর্ষের শুরুতেই উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের আধিকারিক এইচ এম রিয়াজুল হক মহাশয় স্কুল পরিদর্শনে যান। তাঁর এই পরিদর্শনের সময় তিনি মিড-ডে-মিলের সময় হীরাপুর অঞ্চলের গৌরীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করেন। তিনি ছাত্রছাত্রীদের কাছে জানতে চান, স্কুলের মিড-ডে-মিলে কী কী খাবার সরবরাহ করা হয় এবং তাদের কোনও অসুবিধা হচ্ছে কিনা।

ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে জানায় যে, আজ তাদের মিড-ডে-মিলে ছিল ভাত, মাংস, ডাল এবং সবজি। তাদের উচ্ছ্বাস ও উৎসাহ দেখে বিডিও স্যার খুশি হন। তিনি ছাত্রদের সঙ্গে বসে মিড-ডে-মিলে আহার করেন। এর মাধ্যমে তিনি খাবারের গুণমান যাচাই করেন।

স্কুলের মিড-ডে-মিলের ইনচার্জ বিমল বাবু মিড-ডে-মিল সংক্রান্ত সমস্ত নথিপত্র শিক্ষাবন্ধু নির্মল হাজরা মহাশয়ের উপস্থিতিতে মিড-ডে-মিলের অফিসার মহম্মদ ফিরোজ এবং মৌমিতা কুন্ডু মহাশয়ের কাছে তুলে ধরেন। এই বৈঠকে মিড-ডে-মিলের কার্যক্রম এবং পরবর্তীতে করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেব প্রসাদ মুদি মহাশয় বিডিও স্যারকে স্কুলের বিভিন্ন দিক পরিদর্শন করান। তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল রাখার অসুবিধার বিষয়টি বিডিও স্যারের নজরে আনেন। বিডিও স্যার সমস্যা সমাধানের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর ফলে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার সমস্যার দ্রুত সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *