মুরশিদাবাদ জেলার সুতি -১ ব্লক প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার অর্থাৎ ৭ই জুন স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হলো। জানা যায় যে, আজকের এই কর্মসূচিতে ১১৩ জন রক্তদাতা রক্ত দান করেন।
আরও জানা গেছে প্রত্যেক রক্তদাতাদের ট্রফির সাথে গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুরুষ রক্তদাতার পাশাপাশি মহিলারাও রক্ত দিতে এগিয়ে আসেন। ১১৩ জন রক্ত দাতার মধ্যে প্রায় ১৩ জন মহিলা রক্ত দান করেন বলে খবর পাওয়া যাচ্ছে। সকল বয়সের রক্তদাতা লক্ষ্য করা গেলো এই কর্মসূচিতে। পাশাপাশি এক প্রতিবন্ধী রক্তদাতাকে রক্ত দিতে দেখা গেল।
বিডিও এইচ এম রিয়াজুল হক কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে এই বছর আমরা বিশাল সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি সকল ব্লক কর্মচারী ও পঞ্চায়েত সমিতির সহযোগীতায়। তাছাড়া এই কর্মসূচিটি সাফল্যও করার পেছনে সকলের অবদান রয়েছে। ফলে বিডিও সকল ব্লক কর্মচারীদের সম্বর্ধনা প্রদান ও করেন বলে খবর।
উপস্থিত ছিলেন ব্লক প্রশাসক এইচ এম রিয়াজুল হক মহাশয়, জয়েন্ট বিডিও রামপ্রসাদ সাহা মহাশয়, তারিক বাবু(ইলেকশন ক্লার্ক), তাপস বাবু(ডি.এস.পি.এস), জাহাঙ্গীর বাবু(বিপর্যয় ব্যবস্থাপন), সাবির বাবু (পি.এন্ড আর.ডি ইঞ্জিনিয়ার),পিনাকী বাবু(বি.ডি.এম.ও), পার্থ বাবু(জলসম্পদ), রাজ কুমার বাবু (বি.সি.ডব্লিউ)সহ আরও অনেকে।
আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি প্রসঙ্গে বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয় বলেন যে খুবই বড়ো একটা সাফল্য অর্জন করেছি এবং আগামীতে আরও অনেক কর্মসূচী পালন করা হবে।