সুতি -১ সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো। জানা যায় সুতি -১ ব্লক প্রসাশনের এই কর্মসূচিতে সহযোগিতা করে সিনি।
আজ রবিবার অর্থাৎ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সুতি -১ ব্লক প্রশাসক এইচ এম রিয়াজুল হক মহাশয় বৃক্ষ অর্থাৎ মেহিগিনি গাছ বিতরণ করেন। জানা যায় যে এই কর্মসূচিতে কন্যাশ্রী মেয়েরা যোগদান করে এবং তাদেরও হাতে গাছ তুলে দেন ব্লক প্রশাসক।
গাছ বিতরণ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বিডিও এইচ এম রিয়াজুল হক জানান যে নয়টি গ্রহের মধ্যে একটি মাত্র গ্রহ হচ্ছে পৃথিবী তাই আমাদের সকলকে পৃথিবীর অস্তিত্ব রক্ষার স্বার্থে গাছ লাগানো উচিৎ।
এই কর্মসূচি প্রসঙ্গে আরও কি বললেন বিডিও এইচ এম রিয়াজুল হক শোনাবো।