পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড জাতীয় সড়কের ওপর মৃতদেহ রেখে পথ অবরোধ বিক্ষোভ উত্তেজিত জনতার। গাড়ি ভাঙচুর, পুলিশকে ঘিরে ক্ষোভ বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা!
অবৈধ পার্কিংয়ের জেরে দুর্ঘটনা, এই অভিযোগ তুলে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের রামতারক এলাকায় আত্মীয় বাড়িতে সবজি দিতে যাওয়ার সময়ই একটি বড় লরি ডাম্পার ধাক্কা মারে এক মহিলাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। নাম মেনকা প্রামানিক, বয়স ৪৮ বছর।
উত্তেজিত জনতা এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে অবৈধ পার্কিং -র রমরমা। আর তার জেরেই নিয়মিত দুর্ঘটনা ঘটে। মঙ্গলবারও ঘটনাও একই কারণে ঘটেছে। ক্ষুব্ধ জনতা রাস্তার উপরে মৃতদেহ রেখে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের অবরোধের জেরে ৪১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।