মুর্শিদাবাদ জেলা বেলডাঙা থানার অন্তর্গত হিজলি মাঠপাড়া এলাকায় শনিবার সকালে যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
এদিন সকালে এলাকাবাসীরা একটি বাড়ির পিছনে যার ভর্তি তাজা বোমা দেখতে পেলে তাদের সন্দেহ হয় তারা তৎক্ষণাৎ বেলডাঙ্গা থানায় খবর দেয় এবং বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে যার ভর্তি তাজা বোমা উদ্ধার করে এবং সেই বোমা গুলি নিষ্ক্রিয় করবার জন্য মুর্শিদাবাদ জেলা বোম ডিসপোজ স্কোয়ার্ডকে খবর দেয়।
তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমা-গুলি মজুদ করে রেখেছিল তা এখনো স্পষ্ট নয়, পাশাপাশি ওই যার এর মধ্যে কতগুলি বোমা রয়েছে তা এখনো জানা যায়নি। সামগ্রিক ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়।