সোমবার সকালে শ্যামপুর- উলুবেড়িয়া রাজ্য সড়কের ওপর ঘটে গেল দুর্ঘটনা। সকাল সাড়ে ছটা নাগাদ একটি সরকারি অ্যাম্বুলেন্স ৫৮ গেটের দিক থেকে শ্যামপুর এর দিকে রোগী আনতে যাচ্ছিল।
যাওয়ার পথে বনমালীনগর এর আগে কো- অপারেটিভ ব্যাংকের কাছে একটি কুকুর ডানদিক থেকে চলে আসে, কুকুরটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁদিকে থাকা গাছের গুড়ির উপর দিয়ে গিয়ে গাড়িটি উলটে যায় এবং গাড়িটির পেছন দিকটা একটি গাছের উপরে ঝুলন্ত অবস্থায় আটকে যায়।
সূত্রের খবর গাড়িটির মধ্যে ছিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহকর্মী । সামান্য আঘাত প্রাপ্ত হলেও দুজনেই সুস্থ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে শ্যামপুর থানার পুলিশ আধিকারিকরা। বর্তমানে অ্যাম্বুলেন্সটির উদ্ধারকার্য চলছে।