চাকদা রোড অবরোধ , অবরোধে শামিল ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া ।
গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে আবারও উত্তেজনায় স্থানীয় এলাকায় । রাস্তা অবরোধ স্থানীয়দের ।
গত শুক্রবার রাতে বনগাঁ থানার অন্তর্গত শক্তিগড় সংলগ্ন নরত্তম পল্লী এলাকায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ছড়িয়ে ছিল ওই এলাকায় । স্থানীয়দের দাবি ছিল গৃহবধূকে বিয়ের পর থেকে তার স্বামী রথীন সেন সহ শাশুড়ি সুতপা সেন এবং দেওর রজত সেন এবং তার শ্বশুর অত্যাচার করতেন । যদিও শশুর রবীন্দ্রনাথ সেন ওই ঘটনার পর থেকে পলাতক । এর আগেও মৃত বধুর পরিবারের সদস্যরা এবং এলাকাবাসীরা বনগাঁ থানা এবং বনগাঁ মহাকুমা আদালতের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ।
তিনদিন পর আবারও উত্তেজনা ছড়ায় নরত্তম পল্লী চাকদা রোড বিক্ষোভ অবরোধ শুরু করে এলাকাবাসীরা । তাদের দাবি এখনো রথিন এর বাবা অর্থাৎ গৃহবধূর শশুর রবীন্দ্রনাথ সেন কে এখনও গ্রেফতার করা হয়নি । সরাসরি প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির আঙুল তুলছেন স্থানীয়রা । পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ।