পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে এই জেলার মধ্যে বড়ো পান মার্কেট হয় বৃহস্পতিবার ও রবিবার, এখানে থেকে বিভিন্ন রাজ্য ও দেশের বাইরে থেকে পান আনতে আসেন অনেক ব্যাবসায়ী ,
প্রায় ৫ হাজারের বেশি পান চাষী ও খড়িয়ারা এখানে ব্যবসা করেন , কিন্তু আড়ৎ দাররা নির্দিষ্ট পান বিক্রির একটা সময় নির্ধারণ করে দেন ফলে চাষীরা ক্ষুব্ধ হয়ে আজকে পথ অবরোধ করে, কারণ নির্দিষ্ট সময়ের আগে অনেক চাষী মার্কেটে উপস্থিত হতে পারেন না ফলে পান নষ্ট হয় ও কম দাম পান বিক্রি করতে হয় আড়ৎ দারদের,
তাই চাষীদের দাবি মার্কেটে কোনো নির্দিষ্ট সময় করা যাবে না চাষিরা সময় মতো এসে পান বিক্রি করবেন, প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনের সহযোগিতায় অবরোধ উঠে , চাষীদের আশ্বাস দেওয়া হয় আগামী বৃহস্পতিবারের মধ্যে এর সুষ্ঠু সুরাহা করা হবে , যদি উপযোগী কোনো ব্যবস্থা না হয় তাহলে আগামীদিনে চাষিরা আরো বড়ো আন্দোলনে যাবেন বলে জানান