বিশ্ব শৌচাগার দিবস উদযাপন (৬ থেকে ১৯ নভেম্বর ২০২৫): উলুবেড়িয়া-১ ব্লকের সচেতনতা র্যালি
বিশ্ব শৌচাগার দিবস উদযাপন উপলক্ষে ৬ থেকে ১৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত উলুবেড়িয়া-১ ব্লকে চলছে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। কালীনগর থেকে শুরু হয়ে হিরাপুর পর্যন্ত বিস্তৃত এই র্যালির মূল উদ্দেশ্য ছিল—সাধারণ মানুষের মধ্যে শৌচাগার ব্যবহারের গুরুত্ব এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

র্যালিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা হাতে ব্যানার ও পোস্টার নিয়ে শৌচাগার ব্যবহারে উৎসাহ প্রদান করেন। পথচারী ও স্থানীয় মানুষজনও এই উদ্যোগকে আন্তরিকভাবে সমর্থন জানান।

উলুবেড়িয়া-১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) প্রকল্পের আওতায় যেসব পরিবার এখনো শৌচাগার নির্মাণ করতে পারেননি, তাদের প্রত্যেককে ১২,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে ঘরে ঘরে শৌচাগার নির্মাণ সম্পন্ন হয়।

বিডিও এইচ .এম. রিয়াজুল হক বলেন—
“বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে ৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আমরা বিভিন্ন সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য—উলুবেড়িয়া-১ ব্লকের প্রতিটি পরিবার ঘরের শৌচাগার ব্যবহার করবে। খোলা স্থানে মলত্যাগ সম্পূর্ণরূপে বন্ধ করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”

এই উদ্যোগের মাধ্যমে ছাত্র-ছাত্রী, শিক্ষক, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা বিশ্ব শৌচাগার দিবস উদযাপনকে আরও অর্থবহ করে তুলেছে।
