নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া:
আবারও প্রশাসনের তৎপরতায় বন্ধ হল এক নাবালিকার বিয়ে। রবিবার উলুবেড়িয়া-১ ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েতের আলিপুকুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ব্লক প্রশাসনের দল এবং স্থানীয় পুলিশ।
সূত্রের খবর, ওই গ্রামের এক নাবালিকা—যার বয়স মাত্র ১৭ বছর—এর বিয়ের আয়োজন চলছিল পাশের গ্রাম জগদীশপুরের এক ২০ বছর বয়সী যুবকের সঙ্গে। প্রশাসনের আধিকারিকরা গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং জন্মপ্রমাণপত্র যাচাই করে নিশ্চিত হন যে কন্যার বয়স ১৮ বছরের নিচে।
এরপর নাবালিকার বাবা ও নাবালকের আত্মীয়রা লিখিতভাবে মুচলেকা দেন যে তাঁরা বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণরূপে বাতিল করছেন এবং শুধুমাত্র আশীর্বাদী অনুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ রাখবেন।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও জানান, “আমাদের কাছে খবর আসে যে এক নাবালিকার বিয়ের আয়োজন চলছে। সঙ্গে সঙ্গে আমরা দল পাঠাই এবং বিষয়টি যাচাই করি। পরিবারকে সচেতন করা হয়েছে।”
উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ .এম. রিয়াজুল হক বলেন,
“নাবালিকা ও নাবালকের উভয় পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করা হয়েছে। প্রশাসন এ ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা চাই প্রতিটি মেয়ে নিজের পায়ে দাঁড়াক, পড়াশোনা করুক—এটাই আমাদের লক্ষ্য। সমাজের সকলকেই সচেতন হতে হবে।”
প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক পরিবারকে সচেতন করবে এবং কন্যাশিক্ষা ও নারী-সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
