উদ্বোধনের পর নতুন শ্রেণিকক্ষে বসলো দুয়ারে সরকার ক্যাম্প

Share this page

উলুবেড়িয়া, শনিবার — উলুবেড়িয়া-১ ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তপশিলি জাতি অধ্যুষিত যশপুর জয়ন্তী প্রাথমিক বিদ্যালয় পেল নতুন চেহারা। আজ শনিবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ক্যাম্পের সঙ্গে মিলিয়ে উদ্বোধন হলো বিদ্যালয়ের নবনির্মিত অতিরিক্ত শ্রেণিকক্ষের।

প্রায় এক বছর আগে বিদ্যালয়ের ভগ্নদশার ছবি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক মাননীয় মন্ত্রী পুলক রায়ের কাছে তুলে ধরেন। সেই সময় টালির ছাদ ফুঁড়ে বর্ষার জল পড়ত ক্লাসঘরে, পড়াশোনার পরিবেশ প্রায় ভেঙে পড়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মন্ত্রী দ্রুত সর্বশিক্ষা মিশন থেকে প্রায় ১২ লক্ষ টাকার অনুদান অনুমোদন করান। সেই অর্থেই তৈরি হয়েছে নতুন শ্রেণিকক্ষ।

রঙিন দেওয়ালচিত্রে সাজানো ঘরে সৌরজগত থেকে সপ্তর্ষিমণ্ডল, সহজ পাঠের অক্ষর থেকে সামাজিক ও পরিবেশ বার্তা—সবই এখন শিশুরা পায় চারপাশে। ভগ্নদশার অন্ধকার সরিয়ে ক্লাসঘরে গড়ে উঠেছে এক প্রাণবন্ত শিক্ষার পরিবেশ।

বিদ্যালয়ের মর্নিং স্কুল শেষে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী পুলক রায়ের প্রতিনিধিত্ব করেন হাওড়া জেলা পরিষদের সদস্য দুলাল চন্দ্র কর। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামানিক, বিডিও এইচ এম রিয়াজুল হক, কর্মাধ্যক্ষ মুরাদ আলী, পঞ্চায়েত প্রধান সহদেব রুইদাস ও উপপ্রধান রেজাউল হক মোল্লা, প্রধান শিক্ষক সপ্তর্ষি দণ্ডপথ, ব্লক ইঞ্জিনিয়ার সুকান্ত হাইত ও জয়ন্ত বোস এবং পঞ্চায়েত অডিট এন্ড একাউন্ট অফিসার শেখ নুরউদ্দিন

বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, “মন্ত্রী মহাশয়ের উদ্যোগেই এই বিদ্যালয় আজ নতুন রূপ পেল। এতে শিশুদের পড়াশোনার পরিবেশ যেমন উন্নত হলো, তেমনই গ্রামবাসীর মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে।”

বিদ্যালয়ের এই রূপান্তরে খুশি গ্রামবাসী ও অভিভাবকেরা। শিশুদের পড়াশোনার পাশাপাশি একটি সুন্দর পরিবেশ তৈরির উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds