উলুবেড়িয়ায় দুয়ারে সরকার শিবিরে উপচে পড়া ভিড়, সরাসরি কথা বললেন জেলাশাসক

Share this page

উলুবেড়িয়া, হাওড়া: পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারই প্রমাণ দেখা গেল উলুবেড়িয়া-১ ব্লকের শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জন হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত শিবিরে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে অসংখ্য মানুষ, বিশেষত মহিলারা, এখানে ভিড় করেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের আবেদন জমা দিতে বা নিজেদের সমস্যার কথা জানাতে মানুষজন এই শিবিরে উপস্থিত হন।

এই শিবিরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে উপস্থিত ছিলেন হাওড়া জেলার জেলাশাসক ড. পি. দীপপ প্রিয়া। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া মহকুমাশাসক মানস কুমার মণ্ডল, উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক-সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

জেলাশাসক বিশেষভাবে মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন। অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। জেলাশাসক ধৈর্য সহকারে সকলের কথা শোনেন এবং তাঁদের আশ্বস্ত করে বলেন, “এই প্রকল্পগুলো আপনাদের জন্যই। আপনারা ঠিক করবেন কোন কাজ আগে হবে… আমরা সরকারি কর্মীরা কেবল আপনাদের সাহায্য করব।” তাঁর এই আশ্বাস সাধারণ মানুষের মনে নতুন করে আস্থা জোগায়।

দুয়ারে সরকার শিবির পরিদর্শনের পাশাপাশি জেলাশাসক ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামের একটি বৈঠকেও যোগ দেন। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের এলাকার সমস্যা এবং সরকারি পরিষেবা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

শিবিরে মানুষের এই বিপুল উপস্থিতি থেকে বোঝা যায় যে, রাজ্য সরকারের এই উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে গ্রামের মহিলাদের মধ্যে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের যে আগ্রহ দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই শিবিরগুলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds