হাওড়া জেলার ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন

Share this page

উলুবেড়িয়া, ১৫ আগস্ট ২০২৫:

হাওড়া জেলার অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট–এর উদ্যোগে মহিষালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। সকালেই জাতীয় পতাকা উত্তোলন ও শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক। তিনি বলেন, “মৌলানা আবুল কালাম আজাদের জীবনদর্শন ও আদর্শ অনুসরণ করলে আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবোধ আরও সুদৃঢ় হবে।”

পাশাপাশি তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিম ইমাম, আলেম ও মৌলানাদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধে মৌলানা আহমদুল্লাহ শাহ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহে মজনু শাহ, খিলাফত আন্দোলনে মৌলানা মোহাম্মদ আলী ও শওকত আলী, এবং স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা মৌলানা আবুল কালাম আজাদ — এঁদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে জেলা সম্পাদক শেখ আয়ুব আলি, সভাপতি হাফিজ ইদ্রিস আলি, চেয়ারম্যান শেখ খায়রুল বসের, সহ-সভাপতি কাজী অলিউর রহমানসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজসেবী প্রসেনজিৎ গাঙ্গুলি, বাপ্পন মোল্লা, ইমাম মোল্লা, রহিম মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds