বহিরা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন — প্লাস্টিক দূষণ রোধে নতুন পদক্ষেপ
সংবাদদাতা, উলুবেড়িয়া:
১ জুলাই, ২০২৫ তারিখে উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের অন্তর্গত বহিরা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) ইউনিটের শুভ উদ্বোধন হল। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর তহবিলের মাধ্যমে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক মানস কুমার মন্ডল, যিনি আনুষ্ঠানিকভাবে ইউনিটটির উদ্বোধন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক, বহিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা গের, কৃষি কর্মাধ্যক্ষ শেখ মুরাদ আলি, জেলা পরিষদের সদস্য নূর সালাম এবং যুগ্ম বিডিও লিপিকা রায়।
.
এই ইউনিট উদ্বোধনের মাধ্যমে ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস-কে ঘিরে রাজ্য সরকারের বিশেষ প্লাস্টিক বিরোধী অভিযানের সূচনা হল। উলুবেড়িয়া-১ ব্লক প্রশাসনের লক্ষ্য, খুব শীঘ্রই ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে SWM ইউনিট ফাংশনাল করা হবে। এই ইউনিটগুলি থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য কালিনগর গ্রাম পঞ্চায়েতে স্থাপিত ব্লক পর্যায়ের রিসাইকেলিং সেন্টারে পাঠানো হবে। সেখানে এই প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি হবে বিভিন্ন উপযোগী সামগ্রী ও রাস্তা।
মাননীয় মহকুমা শাসক প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং জানান, প্রতিটি নাগরিকের সচেতনতা এবং অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধে সাফল্য সম্ভব নয়। বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, “আমাদের লক্ষ্য হল প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা। সেই লক্ষ্যে মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিই প্রধান হাতিয়ার।”
এই উদ্যোগে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি গ্রামীণ অঞ্চলে সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেলও প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।