আজ উলুবেড়িয়া-১ ব্লকে বিডিও (BDO) এইচ. এম. রিয়াজুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হলো বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির এক গুরুত্বপূর্ণ সভা। পাট্টা প্রদান সংক্রান্ত এই মিটিংয়ে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক, বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রশান্ত সাধুখান, পূর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা, কৃষি কর্মাধ্যক্ষ মুরাদ আলি, মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মফিজুল, B.L. & L.R. হিয়া গাঙ্গুলী, উলুবেড়িয়া-১ ব্লকের কর্মকর্তারা ও ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধিগণ।
সভায় উলুবেড়িয়া-১ ব্লকের বিভিন্ন অঞ্চলের জমি-বঞ্চিত মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে পাট্টা প্রদান নিয়ে বিশদ আলোচনা হয়। জানা গেছে, ইতিমধ্যেই ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৬টি দরখাস্ত জমা পড়েছে, যেখানে ভূমি পাট্টা প্রদানের আবেদন জানানো হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতিটি আবেদনের নিরপেক্ষ ও সঠিক যাচাইয়ের পরেই পাট্টা প্রদান নিশ্চিত করা হবে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হয়, যাতে অন্ততপক্ষে প্রতি সমিতিতে ন্যূনতম দু’জন উপযুক্ত দরখাস্তকারীকে পাট্টা প্রদান করা যায়, সেইরকম ব্যবস্থা নেওয়া হবে।
বিডিও এইচ. এম. রিয়াজুল হক জানান, “ভূমিহীন মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাট্টা প্রদান প্রক্রিয়াকে স্বচ্ছ ও কার্যকর করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এই সভার মাধ্যমে পাট্টা সংক্রান্ত কাজ আরও গতিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সকলে।