উলুবেড়িয়া, ২১ মে:
উলুবেড়িয়া-1 ব্লকের কালীনগরে অবস্থিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট আজ পরিদর্শন করলেন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এইচ এম রিয়াজুল হক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ইঞ্জিনিয়ার কৌশিক দাস ও সরকারি কর্মচারী সুখেনজিৎ বিশ্বাস।
পরিদর্শনের সময় বিডিও ইউনিটের কার্যপ্রণালী, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের পদ্ধতি ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং জানান, এই ইউনিট ভবিষ্যতে পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বিডিও বলেন, “পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ভবিষ্যতে রাস্তা নির্মাণে ব্যবহার করা যেতে পারে। এমনকি এর মাধ্যমে জামা, টি-শার্ট ইত্যাদি তৈরি করাও সম্ভব, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।” তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগ ব্লকে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
এই উদ্যোগের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করার পরিকল্পনার কথাও তিনি জানান, যাতে সমাজের বৃহত্তর অংশ এতে অংশগ্রহণ করতে পারে।
উল্লেখ্য, উলুবেড়িয়া-1 ব্লক প্রশাসন স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্যপূরণ ও পরিবেশবান্ধব উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, এবং এই পরিদর্শন সেই ধারাকেই আরও দৃঢ় করল।