উলুবেড়িয়া-১ ব্লকের খুদে পড়ুয়াদের হাতে তৈরি আন্তরিক উপহারে অভিভূত বিডিও এইচ. এম. রিয়াজুল হক

Share this page

উলুবেড়িয়া-১ ব্লকের খুদে পড়ুয়াদের হাতের তৈরি উপহারে মুগ্ধ বিডিও

 

উলুবেড়িয়া-১ ব্লকের খুদে পড়ুয়ারা নিজ হাতে তৈরি করলেন চমৎকার হ্যান্ডিক্রাফট উপহার। এই সৃজনশীল শিল্পকর্মগুলি সম্প্রতি তাঁরা তুলে দিলেন ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) শ্রী এইচ এম রিয়াজুল হকের হাতে। উপহারগুলির মধ্যে ছিল রঙিন কাগজে তৈরি ফুলদানি, তেজপাতা দিয়ে তৈরি পাখি, টিস্যু পেপারে গড়া ফুলের গাছ, বোনা ঝুড়ি সহ নানা রকম সৃজনশীল হস্তশিল্প।

এই উদ্যোগের পেছনে রয়েছেন উলুবেড়িয়া-১ ব্লকের সদ্য নিযুক্ত অবর পরিদর্শক শ্রী সুরজ মণ্ডল। তিনি জানান, “খুদে পড়ুয়াদের নিয়ে একটি হ্যান্ডিক্রাফট কর্মশালার আয়োজন করা হয়। সেখানে তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে তুলে ধরার একটি সুযোগ তৈরি হয়েছিল। ফলস্বরূপ, তারা নিপুণ হাতে এই মনোমুগ্ধকর শিল্পকর্মগুলি তৈরি করেছে।”

বিডিও শ্রী রিয়াজুল হক খুদে পড়ুয়াদের তৈরি এই উপহার পেয়ে অভিভূত হয়ে বলেন, “এইসব সৃজনশীল বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। তাদের শিল্পে যে আন্তরিকতা ও নান্দনিকতা ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালার আয়োজন করার ইচ্ছে আছে, যাতে ব্লকের আরও পড়ুয়ারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে।”

 

ব্লক প্রশাসনের এই উদ্যোগ শুধু পড়ুয়াদের সৃজনশীলতার বিকাশে নয়, বরং তাদের আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের সম্ভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *