উলুবেড়িয়া-I ব্লকে আহত লক্ষ্মীপেঁচা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন বিডিও এইচ. এম. রিয়াজুল হক

Share this page

উলুবেড়িয়া, ২৯ এপ্রিল:

উলুবেড়িয়া-I ব্লকের হিরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি আহত লক্ষ্মীপেঁচা (Barn Owl) উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন উলুবেড়িয়া-I ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক।

পেঁচাটি প্রথমে গ্রামবাসীদের নজরে আসে, যারা তাৎক্ষণিকভাবে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানান। পঞ্চায়েতের এক কর্মী পেঁচাটিকে উদ্ধার করে ব্লক অফিসে নিয়ে আসেন। এরপর বিডিও নিজে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এবং পেঁচাটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

 

চিকিৎসার পর তিনি নিজে ব্যক্তিগতভাবে আহত পেঁচাটিকে বন দপ্তরের হাতে তুলে দেন, যাতে সেটির যথাযথ সেবা ও পুনর্বাসন সম্ভব হয়। এই মানবিক উদ্যোগে বিডিওর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয়া মুনমুন সাউ ও কাকলি দাস।

শ্রী হক জানান, “প্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। প্রশাসনের তরফে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

এই ঘটনাটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds