উলুবেড়িয়া, ২৬ এপ্রিল:
একসময় শুকিয়ে যাওয়া খাল আজ যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের উদ্যোগে উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আজ সেই কাজের পরিদর্শনে এলেন ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক। সঙ্গে ছিলেন ব্লক ইঞ্জিনিয়ার অমরনাথ গুড়িয়া এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মুরাদ আলি।
বহিরার গ্রামের পথ ঘেঁষে চলা খালপাড়ে আজ যেন অন্য ছবি। খালের দুই ধারে মাটির বাঁধ শক্ত করে বাঁধা হয়েছে, খালের পেট গভীর করে কাটা হয়েছে। গাছের ছায়ায় ঠান্ডা হাওয়া বয়ে চলেছে খালপথে। গ্রামের প্রবীণ কৃষক আবুল হোসেন বললেন, “আগে জল ছিল না। জমি শুকিয়ে যেত। এখন এই খালের জলেই বাঁচবে আমাদের ধান, আমাদের জীবন।”
বিডিও রিয়াজুল হক স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললেন, খালের পাশে দাঁড়িয়ে খাল মেরামতির মান খতিয়ে দেখলেন। তিনি বলেন, “প্রতিটি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য একটাই — সাধারণ মানুষের জীবন সহজ করা। এই খাল শুধু জল নয়, বয়ে আনবে মানুষের জীবনে আশার আলো।”
জল সেচের অভাব দূর হলে যে উৎপাদন বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই কৃষকদের মনে। তারা বিশ্বাস করেন, সরকার পাশে থাকলে বহিরার সবুজ আরও ঘন হবে, জীবনে ফিরবে সচ্ছলতা।
একটুকরো খালের গল্প আজ ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামেও — জল এসেছে, আশাও ।