উলুবেড়িয়া -1 ব্লকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্বচ্ছতা অভিযান

Share this page

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকে সামনে রেখে হাওড়া জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক উলুবেড়িয়া-১নং ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ওই ব্লকের ৯টি পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হল তিনদিন ব্যাপী স্বচ্ছতা অভিযান কর্মসূচি।অনুষ্ঠানের সূচনা করেন উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক।সঙ্গে ছিলেন যুগ্ম বিডিও লিপিকা রায়,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা সহ অন্যান্য কর্মাধ্যক্ষ,ব্লকের অফিসার,স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যা,পঞ্চায়েত এলাকার ভিআরপি এছাড়াও সাধারণ মানুষ।

উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান,”৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-কে সামনে রেখে আমরা আগামীকাল ৭’ই মার্চ অর্থাৎ শুক্রবার উলুবেড়িয়া-১নং ব্লকের ৯টি পঞ্চায়েত এলাকার বাজারহাট,বিদ্যালয়ে,স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি অফিস এলাকায় এক বিশেষ সাফাই অভিযান চালানো হবে।যেখানে উপস্থিত থাকবেন ব্লক এবং পঞ্চায়েত স্তরের সকল আধিকারিক,গ্রাম

পঞ্চায়েত,সমিতি সদস্য-সদস্যা এবং সাধারণ মানুষের উপস্থিতিতে। বিডিও আরও জানান,সমগ্র অঞ্চলকে প্লাস্টিক মুক্ত করবার লক্ষে চলবে এক সপ্তাহ ব্যাপী প্লাস্টিক বর্জনের প্রচার ও প্লাস্টিক সংগ্রহ অভিযানের বিশেষ প্রচার।তাঁর আরও সংযোজন,এই উদ্যোগে যাঁরা উল্লেখযোগ্য ভাবে অংশগ্রহণ করবেন তাঁদের সকলকেই ৮’ই মার্চ বিশেষভাবে সম্মানিত করা হবে”। এদিনের এই অভিযান প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক বলেন,”আমাদের নিজেদের স্বার্থেই,নিজেদের এলাকা পরিস্কার রাখতে হবে এবং নিজের মধ্যে অভ্যাসগত পরিবর্তন আনতে হবে।

সভাপতি আরও জানান,”যথাযথভাবে শৌচাগার ব্যবহার,গৃহ স্তরে পচনশীল-অপচনশীল আবর্জনার পৃথকিকরণে যথাযথ স্থানে পৌঁছানোর মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার সুনিশ্চিত করতে হবে পরিশেষে সকলকে সম্মিলিত ভাবে এই অভিযানকে সাফল্য করে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *